মোঃ শামসুউদ্দিন লিটন বিশেষ প্রতিনিধি নোয়াখালী,দর্পন টিভিঃ-
আজ ১০ই জুন নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়নপুর এলাকা থেকে,দুই শীর্ষ সন্ত্রাসী কে তিনটি আগ্নেয়াস্ত্র সহ আটক করে গণধোলাই দিয়ে,ডিবি পুলিশের হাতে তুলে দেয় এলাকার সাধারণ জনগন।সন্ত্রাসী দুইজন হলেন,সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান বকসী সাহেবের ছেলে ইসমাইল বকসী ও তাঁহার সহযোগী মাইনউদ্দিন।