রিদুয়ানুল হক স্টাফ রিপোর্টার,দর্পণ টিভিঃ-গত ৮ই জুন সাতকানিয়া উপজেলা কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মসজিদ ভিত্তিক ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ ৫ হাজার টাকার কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া),
আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, এবং সাতকানিয়া উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে নগদে ও চেকের মাধ্যমে অর্থ প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুে আলম,
সাতকানিয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম,সাতকানিয়া থানা অফিসার ইনজার্জ শফিউল কবির, সাতকানিয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান পরিচালক আব্দুর রউফ চৌধুরী, মডেল কেয়ারটেকার আব্দুল মজিদ, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,উপজেলা সমাজসেবা অফিসার, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা এটিএম সাইফুল ইসলাম,দেলোয়ার হোসেন বেলাল,মোহাম্মদ আলমগির প্রমুখ।