রিদুয়ানুল হক স্টাফ রিপোর্টার,দর্পণ টিভিঃ-দেশের এই সংকটময় মুহুর্তে আর্তমানবতার সেবায় গত ৫ই জুন সাতকানিয়া উপজেলার আওতাধীন কাঞ্চনা,এওচিয়া,মাদার্শা,ছদাহা,কেঁওচিয়া ইউনিয়নের ঘর বন্দি,অসহায়,দরিদ্র,দুস্থ ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশের অন্যতম বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। প্রতি পরিবারের জন্য প্রায় ১২ কেজি পরিমান নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী দেন। প্রতিটি ইউনিয়ন গিয়ে সুন্দর ভাবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।