লিয়াকত হোসেন রাজশাহীঃগোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গত ৩০ মে ২০২০ তারিখ বিকাল ০৫:৪৫ ঘটিকায় রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন বাঁশের আড্ডা এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে, ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ রবিন (১৯), পিতা-মোঃ কামরুল ইসলাম, সাং-হাজরাপুকুর বিহারী কলোনী, থানা-চন্দ্রিমা, রাজশাহী মহানগরকে ০১ কেজি হেরোইন, ০১ টি মোবাইল ফোন, ০১ টি সীমকার্ড ০১ টি মেমোরীকার্ড এবং ০১ টি অটোরিক্সাসহ আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।