আব্দুর রউফ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী হালিবাজার এলাকার একটি ডোবা থেকে এক গৃহবধুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের স্বামী তিমোথি রায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। খোকশাবাড়ি মাষ্টারপাড়া গ্রামের নরসুন্দর তিমোথি রায়ের স্ত্রী মিনা ওরফে( সাথী) বুধবার মধ্য রাত ১০ টার পর বাড়ি থেকে নিখোজ হয়। রাতে অনেক খোজাখুজির পরেও পাওয়া যায়নি তাকে। ২বছরের দাম্পত্ব জীবনে তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে এলাকার মানুষ জানান। আরও নিহতের স্বজনরা বলেন দির্গ দুই বছরের সংসারে একাধিক বার সালিসি বৈঠক করেছেন। পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালের দিকে খোকশাবাড়ি ইউনিয়নের গ্রাম পুলিশ সত্যেন্দ্র নাথের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খোকশাবারী মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পিছনে একটি ডোবা থেকে নিহতের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখে বালু ও কাদা মাটি ঢুকানো ছিল।