দেলোয়ার হোছাইন (মহেশখালী কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী কালারমারছড়া নয়পাড়া গ্রামে চুরির অপবাদে মাষ্টার ছালেহ আহম্মদের বাড়িতে মধ্যযুগী কায়দায় স্কূল ছাত্র নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক কার্যকরী ব্যবস্থা নিয়েছে মহেশখালী থানার পুলিশ। মহেশখালী থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর নির্দেশে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মহেশখালীর কালামারছড়া ইউনিয়ন পরিষদের চৌকিদার আবু তাহের, মাষ্টার ছালেহ আহম্মদ, স্থানীয় ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শরীফকে থানায় নেওয়া হয়েছে বলে মহেশখালী থানা পুলিশ সুত্রে জানা গেছে। বর্তমানে তারা থানা পুলিশ হেফাজতে আছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার সাথে জড়িত দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিও টি গত ২৭ রমজানের ঘটনা।