বিপ্লব দাশ,স্টাফ রিপোর্টার দর্পণ টিভিঃ-
করোনাভাইরাস মহামারি দুর্যোগ মোকাবিলায় অসহায় কর্মহীন মানুষের পাশে সরকারি রেজিস্টেষন প্রাপ্ত সংগঠন (রেজিঃ নং সি আর ,১৭৮৪৫) বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট লামা উপজেলা শাখার উদ্যোগে সহ – সাংগঠনিক সম্পাদক মৃদুল কর্মকার এর অর্থায়নে (২০মে ২০২০ ইং)বুধবার সকালে এলাকার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়
এতে উপস্থিত ছিলেন লামা উপজেলা শাখা হিন্দু যুব মহাজোটের সভাপতি সাংবাদিক মিন্টু কর্মকার, সহ সভাপতি সুজন নাথ , সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব দাশ,সাংগঠনিক সম্পাদক কনক কান্তি ধর,সহ – সাংগঠনিক সম্পাদক মৃদুল কর্মকার প্রমূর্খ,
উক্ত সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক বিপ্লব দাশ বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট লামা উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কর্মীদের নিজস্ব অর্থায়নে সংগঠনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ, আলু, মুড়ি,চিনি, চাপাতা,বিস্কুট, সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে দুর্যোগে মানবতার সেবায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, হিন্দু যুব মহাজোট সবসময় পাশে থাকবে এই দুর্যোগে পাশে রয়েছে, এবং সকলের কাছে অনুরোধ প্রতিটি ইউনিয়নের অর্থশালী এবং বিভিন্ন সংগঠনের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যেভাবে পারেন দিয়ে নিজ অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
এ দুর্যোগকালীন সময়ে মানবতার দেখানোর সময় কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিষ্টান এখন তা দেখার সময় নয়,এখন শুধু মানবতার সেবায় এগিয়ে আসুন।