এমডি ইলিয়াস সেনবাগ উপজেলা প্রতিনিধি,দর্পণ টিভিঃ-
সেনবাগ উপজেলায় আবু নাছের নামের এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আবু নাছের বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর পূর্বালী ব্যাংক গোলাবাড়িয়া শাখায় ক্যাশিয়ারের দায়ীত্বে ছিলেন।
তার বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামে সে ওই গ্রামের পাঁচানী বাড়ির মোঃ রফিক উল্লাহ ছেলে।
গত ১০ মে অসুস্থ হয়ে ফেনীতে ডাক্তার আইয়ুব আলীর চেম্বার চিকিৎসা নেন তিনি। সেখান থেকে ফেনীতে করোনার পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করেন। এরপর শনিবার (১৬ মে) রাতে ফেনীতে তার করোনার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান ও থানার ওসি আবদুল বাতেন মৃধার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঐ বাড়িতে গিয়ে লাল পতাকা উড়িয়ে দেয় এবং পুরো বাড়ি লকডাউন ঘোষণা করেন।
এই নিয়ে সেনবাগ উপজেলায় ৩জন করোনা সনাক্ত হয়েছে।