রবিউল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,দর্পণ টিভিঃ-
মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের কুরিপোল নামক স্থানে জনৈক ভদ্রমহিলার এর করণা পজিটিভ পাওয়া যায়। ওই ভদ্রমহিলার কন্ট্রাক্ট অ্যানালিসিস করে দেখা যায়, তার বোন জামাই এর বাড়িতে তিনি অতিসম্প্রতি বেড়াতে গিয়েছিলেন। মান্দারবাড়িয়া ইউনিয়নের শংকরহুদা নামক স্থানে বোনজামাই এর বাড়ি। সঙ্গত কারণে বোনজামাই এর বাড়ি লকডাউন করা হয়। লকডাউন কৃত বাড়িতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথারীতি চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিই। কিন্তু তিনি আমাকে ফোন করে জানান, তার মাঠে ধান কাটা আছে । এই ধান বাড়িতে আনার জন্য তিনি মাঠে যেতে চান। নতুবা ধান নষ্ট হয়ে যাবে। আমরা তাকে তার প্রতিবেশীদের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করি। কিছু সময় পরে তিনি জানান, তিনি কোনো প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না। তিনি খুব অসহায়ত্ব প্রকাশ করেন।
তখন ঐ ব্যক্তির মাঠের ধান বাড়িতে নেওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এগিয়ে যায়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিবের তত্ত্বাবধানে, গ্রামপুলিশদের সহযোগিতায় মাঠের ধান ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে দিই।
মাঠের ধান তার বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে গাড়িতে বসে একরাশ প্রশান্তি নিয়ে গানটি শুনছিলাম- ‘ভাবি, গঙ্গায় ঝাঁপ দিই, রেলের লাইনে মাথা রাখি; কে যেন হঠাৎ বলে, ….আমি তো আছি’