সামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি: নোয়াখালী জেলায় করোনা ভাইরাসে সংক্রামিত গতকাল রাত ১২টা পর্যন্ত ৬৯জন। যাহা গত ৯ই মে পর্যন্ত ছিলো ২৩জন। ১০থেকে১২ইমে (৩)তিনদিনে নতুন করে ৪৬জন শনাক্ত। যাহা আগের তুলনায় দ্বিগুণ। গুচ্ছ আকারে সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে। এই সংক্রমনের দিক দিয়ে এগিয়ে রয়েছে বেগমগঞ্জ উপজেলা, আর এটার জন্য বেশি দ্বায়ী চৌমুহনী বাজার। এখনই যদি চৌমুহনী বাজারকে পুরোভাবে লকডাউনের মধ্যে আনা না হয়, তাহলে এটি দ্বিতীয় নারায়ণগঞ্জ হওয়া সময়ের ব্যপার। নোয়াখালীতে এক মাত্র উপজেলা সূর্বণচর উপজেলা, যেখানে ১২ই মে পর্যন্ত করোনা মুক্ত আছে। এই উপজেলা টিকেও যদি চতুর দিকে লকডাউন করা হয়, তাহলে উপজেলাটিকে করোনা মুক্ত রাখা সম্ভব হতে পারে। এই ব্যপারে জেলা প্রশাসকের ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বেগমগঞ্জ উপজেলায় ৩৪জন সদর উপজেলায় ১০জন সোনাইমুড়ী উপজেলায়১০জন চাটখিল উপজেলায় ০৫জন হাতিয়া উপজেলায় ০৫জন সেনবাগ উপজেলায় ০২জন কবিরহাট উপজেলায় ০২জন কোম্পানীগঞ্জ উপজেলায় ২জন