মোঃ সাজিদ হোসেন ভারপ্রাপ্ত সম্পাদক,দর্পণ টিভি চট্টগ্রামঃ-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,আর্তমানবতার সেবায় মানবিক সাহায্য অব্যাহত রাখতে হবে। এব্যাপারে সমাজের সকলকে যার যার অবস্থান হতে এগিয়ে আসার আহবান জানান মেয়র।
সেন্ট্রাল প্লাজা দোকান কর্মচারী,দারোয়ান, সেবকদের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন তার ব্যক্তিগত তহবিল হতে ভোগ্যপন্য উপহার সামগ্রী প্রদান করেছেন। আজ বিকেলে নগরীর জি.ই.সি মোড়স্থ সেন্ট্রাল প্লাজা মার্কেট প্রাঙ্গনে ১শত ৫০ জন কে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় সেন্ট্রাল প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোশতাক আহমেদ চৌধুরী, আকতার খাঁন,গিয়াস উদ্দীন হিরন,কামরুল ইসলাম কাজল,মনির হোসেন,আবু সৈয়দ লিটন, হাসান তারেক,দিদার আলম,মো. ফোরকান,আবদুল গফুর পন্টি,আকতার হোসেন,আলী আনসার খান, শোয়েব মোর্শেদ কচি,এম এম খালেদ প্রমূখ উপস্থি ছিলেন।