ডেস্ক রিপোর্টঃ-
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে মথুরাপুর গ্রামের সাবেদ আলী গাজীর মেয়ে সালমা (৩৬), চা দোকানি সালমার সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে দোকানদার ও এলাকাবাসী তার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে। জানা যায়, হরিনগর বাজারে মহিলা মার্কেটে চা দোকানি সালমা খাতুন বিগত কয়েক বছর ধরে চা বিক্রি করে আসছে। নিজেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে আসছেন। লোক দেখানো চা দোকানের আড়ালে চালাচ্ছেন সন্ত্রাসী ও অসামাজিক কার্যকলাপ। যেকোনো মানুষের অপমান করতে দ্বিধাবোধ করে না,নেই কোন মান সম্মানের ভয়। কারণে-অকারণে যাকে তাকে ধরে মারধর ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়।
বর্তমান করোনায় চার দোকান বন্ধ থাকার নির্দেশ থাকলেও দোকান খোলা রাখলে হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ তার দোকান বন্ধ করতে বললে এক পর্যায়ে তাকে অপমান করে দোকান থেকে তাড়িয়ে দেয়।গত ২৯/ ৪/ ২০২০ তারিখে হরিনগরে গনির ফলের দোকানের সামনে প্রকাশ্যে দোকানদার ও স্থানীয় জনসম্মুখে সামান্য বিষয় নিয়ে কুলতলী গ্রামের গনি খাঁর ছেলে মাছ ব্যবসায়ী হোসেন খাঁ কে গালিগালাজ ও জুতাপেটা করে।সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যগন ও এলাকাবাসী প্রতিকার চেয়ে সন্ত্রাসী সালমার কার্যকলাপ, ধান্দাবাজি বন্ধের জন্য জেলা প্রশাসক ও শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন।সালমার এমন কর্মকাণ্ড থেকে দ্রুত রেহাই চান এলাকাবাসী ও সুধীজনেরা।