রবিউল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,দর্পণ টিভিঃ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় ইউএনও সুজন সরকার গত ২৯/০৪/২০২০ইং তারিখে করণা পজিটিভ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা এরকম চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউনকৃত বাড়ির সদস্যদের খোঁজ নেবার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মহেশপুর থানার পুলিশ সদস্যবৃন্দসহ মহেশপুর উপজেলার নির্বাহী অফিসার সুজন সরকার সংশ্লিষ্ট বাড়িতে যাই। এ সময় তারা লকডাউনে থাকা অবস্থায় তাদের কোন অসুবিধা হচ্ছে কিনা, সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়। এর পাশাপাশি অধিক সর্তকতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ আরও দুটি বাড়ি লকডাউন করা হয়। লকডাউনকৃত বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা ও শিশু খাদ্য পৌঁছে দেয়া হয়। এছাড়া খালিশপুরে ঘরবন্দী নিম্ন আয়ের মানুষদের মাঝে মানবিক সহায়তা পৌছে দেয়া হয়।
মহেশপুরে ইউএনও তার প্রিয় উপজেলাবাসীর উদ্দেশ্যে আরো বলেন জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না। নিজের পরিবার ও প্রতিবেশীদের জন্যই বাড়িতে অবস্থান করুন। জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে আসলে, অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন।