মোঃ সামছু উদ্দিন লিটন,বিশেষ প্রতিনিধি দর্পণ টিভিঃ-
সামাজিক দূরত্ব বাস্তবায়ন ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে অদ্য ২৬/৪/২০২০ তারিখে নোয়াখালী জেলা সদর, বেগমগঞ্জ,সেনবাগ ও সূবর্ণচর উপজেলা দন্ডবিধি ১৮৬০ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯মোতাবেক ২০টি মামলায় সর্বমোট ৫৩,৬০০ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন। সদর উপজেলার মাইজদী বাজার, হাসপাতাল রোড, নতুন বাসস্ট্যান্ড এলাকায় পাঁচটি মামলায় ৫হাজার ৫০০ টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিড ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান রনি। সেনবাগ উপজেলার মুন্সিরহাট, ছাতারপাইয়া, কানকির হাট এলাকায় ৬ টি মামলায় ২৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) ক্ষেমালিকা চাকমা। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় পাঁচটি মামলা ২১ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞানী ম্যাজিস্ট্রেট সরওয়ার কামাল। সুবর্ণচর উপজেলার থানার হাট বাজার এলাকায় পাঁচটি মামলায় ২৭০০ টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিড ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান। উক্ত কোর্ট পরিচালনা করা হয় সামাজিক দূরত্ব বাস্তবায়ন ও দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী জেলার জেলা প্রশাসক, জনাব তন্ময় দাস জানান যে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সামাজিক দূরত্ব বাস্তবায়নে, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে, এ জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহি অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও কালেক্টরেট সকল বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগনকে নির্দেশনা প্রদান করেন।