অন্তর আহম্মেদ ষ্টাফ রিপোর্টারঃ-
করোনা ভাইরাসের কারণে পুরো দেশ এখন লকডাউন, দেশের এমন সময়ে সাধারণ মানুষ হয়ে পড়েছে অসহায় যানবাহন,দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপার্জনের অভাবে খাদ্য সংকটে নিম্ন আয়ের মানুষ।
সে সাথে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বেড়েছে দূর্ভোগও। এমন সংকটময় পরিস্থিতিতে নওগাঁ জেলা কাবাডি খেলোয়ারদের পাশে দাঁড়িয়েছেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকশৌলী আব্দুল মান্নান বিপিএম।
জেলার ১৬ জন খেলোয়ারদের মাঝে চাল,ডাল, তেল, আলু ও সাবান সহ নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।এসময় উপস্থিত ছিলেন ফারজানা হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) নওগাঁ জেলা ,মোঃসোহরাওয়ার্দী হোসেন নওগাঁ সদর অফিসার ইনচার্জ, ও মোঃ ফয়সাল বিন আহসান তদন্ত নওগাঁ সদর মডেল থানা, ও আব্দুল আলিম প্রশিক্ষক নওগাঁ জেলা কাবাডি টিম।
এ সময় ফারজানা হোসেন বলেন,সামাজিক দায়িত্ব হিসাবে করোনা ভাইরাসের কারণে এসপি স্যার, নিজ উদ্যোগে কাজ করছেন খেলোয়াড়দের জন্য, খেলোয়ারদের শরীরের প্রতি যত্ন নিতে ও তাদের পরিবারের দিকে খেয়াল রাখতে বলেন।
অন্তর আহম্মেদ
নওগাঁ০১৭৪২ ১৬২৩৫৫