দেলোয়ার হোছাইন (মহেশখালী কক্সবাজার)
প্রতিনিধিঃ-
করোনা’ভাইরাস অত্যন্ত নিষ্ঠুর, ভয়ংকর ও অভিমানী। সঙ্গে না নিলে সে বাড়িতে যাই না।
অভিমান করে রাস্তায় বসে থাকে…
যদি আপনি বাড়িতে থাকেন এবং বাহিরে না যান তাহলে সেই অভিমান করে আপনার বাড়িতে যাবে না।
তার অভিমানই মানুষের জীবনকে নিরাপদে রাখবে।
আর অবহেলার ছলে আপনি রাস্তায় গিয়ে বন্ধুদের সাথে হ্যান্ডশেক করলে কিংবা আড্ডা দিলে তখন সে আপনার গায়ে চড়ে আপনার বাড়িতে প্রবেশ করবে।
তারপর সে এক এক করে আপনার প্রিয় স্ত্রী ও পুত্রের জীবন কেড়ে নেবে।
দয়াকরে করোনা ভাইরাস’কে বাড়িতে ডেকে এনে আপনার সন্তানের মূল্যবান জীবনটা করোনা ভাইরাসের হাতে তুলে দেবেন না।
আজরাইল কে নিজের বাড়িতে ডেকে নিয়ে নিজের ছেলে,মেয়ে,স্ত্রীর জীবন তার হাতে তুলে দিবেন না।
ঘরে থাকুন’ নিরাপদে থাকুন।