কাজী মাসুদুর রহমান,জয়পুরহাট প্রতিনিধি, ১১ এপ্রিল-২০২০
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর সম্যক অবস্থা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। মহামারীর বিরূপ প্রভাব যাতে বাংলাদেশের জনসাধারণের উপর না পড়ে সেই লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু বিতরণ নিশ্চিতকল্পে অত্যন্ত কঠোর নজরদারী বজায় রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে অদ্য ১১ এপ্রিল ২০২০ ইং তারিখ ১৭:০০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আল ইসরাইল @ জুবেল (৪৯), পিতা-মৃত নজির উদ্দিন আহমেদ, সাং-গোপীনাথপুর, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটকে তার নিজস্ব গুদামে অবৈধভাবে মজুদকৃত (ক) বিভিন্ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত সরকারী চাউল- ২৫,৪৪০ কেজি (২৫.৪৪০ টন)সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, বিভিন্ন সরকারী উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত এই বিপুল পরিমাণ চাউল উক্ত আসামী বিভিন্ন অবৈধ উপায়ে সংগ্রহ করতঃ নিজ গুদামে মজুদ করে রাখেন যা বর্তমানে করোনা ভাইরাস মহামারী আক্রান্ত দেশের সামগ্রিক অবস্থায় অত্যন্ত গর্হিত অপরাধ মর্মে প্রতীয়মান হয়। উক্ত অবৈধভাবে মজুদকৃত সরকারী চাউল সম্পর্কে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তীতে ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্তমান দূর্যোগপূর্ণ সময়ে সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারী চাউল কৌশলে অবৈধভাবে মজুদ করে চড়া দামে বিক্রয় করার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।