রবিউল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই এর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে চাল ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই এর নিজ বাসভবনের সামনে ১৫০ জন অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত এধরনের সহায়তা অব্যাহত থাকবে।