মোঃসামছু উদ্দিন লিটন,বিশেষ প্রতিনিধিঃ-
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই শ্লোগান সামনে রেখে গরিব অসহায় করোনার কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্ব চাউল বিতরন শুরু হয়। আজ সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে উক্ত কার্যক্রম শুরু হয় সকাল দশটা থেকে, চলবে বিকাল তিনটা পর্যন্ত, প্রতি ১ঘন্টা পর পর মেয়রের প্রতিনিধি চাউল ভর্তি গাড়ি নিয়ে ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে উক্ত বিতরণের কাজ সমাপ্ত করবে, প্রতিটি ওয়ার্ডে ৫০টি পরিবারকে ১০কেজি করে চাউল বিতরন করা হচ্ছে।