মোঃ রিয়াজ উদ্দীন,চট্টগ্রাম প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকায় একটি চালের আড়তের গোডাউনে বিক্রয় নিষিদ্ধ সরকারি ২১ বস্তা চাল ও ১ হাজার ৫০০টি খালি চালের বস্তা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডবলমুরিং থানা পুলিশ এসব চাল উদ্ধার করে।
ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, গোডাউনটি ফারুক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের। এ প্রতিষ্ঠানের মালিকের নাম মো. ফারুক। পাহাড়তলী বাজারে তার চালের আড়ত আছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গোডাউনে অভিযান চালিয়েছে ২১ বস্তা চাল ও ১ হাজার ৫০০টি চালের খালি বস্তা উদ্ধার করে। এসব চাল ও চালের খালি বস্তা সরকারি ত্রাণের। যা বিক্রয় নিষিদ্ধ।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘বিক্রয় নিষিদ্ধ ২১ বস্তা চাল ও দেড় হাজার খালি বস্তা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’