পিআইডি/ পিআইবি রির্পোটার আইসিটি রাজনৈতিক-( ৪ ) শেখ তিতুমীর
আলহামদুলিল্লাহ,
প্রতি দিন এর মত আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নর্ব নির্বাচিত মেয়র ব্যারিষ্ঠার শেখ ফজলে নুর তাপস ভাইয়ের দিক নিরদেশ্যনায় হাজারি বাগ থানার ১৪ নাম্বার ওয়াড় এর ত্রান বিতরণ করে যাচ্ছেন আওয়ামী যুবলীগ নেতা ও হাজারি বাগ থানার সাবেক ছাত্রলীগের প্রচার সম্পাদক
আহমেদ খান, সেখানে আরু উপস্থিত ছিলেন হাজারি বাগ ১৪ নং ওয়াড় যুবলীগের নেতৃবৃন্দ,
ত্রান বিতরন শেষে সাংবাদিক দের তিনি বলেন,
বর্তমান বিশ্বে চলমান মহামারী আকার ধারন করা কোভিড -১৯ করোনা ভাইরাসের কাল থাবায় গোটা বিশ্ব যখন লন্ডবন্ড এই সংক্রমক ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশ এ ছড়িয়ে পড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সাধারণ জনগনের মাঝে গনসচেতনতা,একে অপরের তিন মিটার দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি রক্ষা,পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন পদক্ষেপ ও নানান উদ্যোগ ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে।এই হোম কোয়ারেন্টাইনে রাখা শ্রমজীবী ঘরবন্দী কর্মহীন অসহায় গরীব দুঃখী মেহনতি ও বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্য সামগ্রী দোরগোড়ায় পৌছে দিতে জননেত্রী মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যান গার্ড হয়ে বিরামহীন ভাবে সমগ্র বাংলাদেশ এ যে সমস্ত নেতাকর্মী সেচ্ছাসেবক ও ভোলন্টিয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন,
তিনি আরু বলেন যারা সমাজের বিত্তশীল আছেন সবাই এক সাথে এই করোনা ভাইরাস মুকাবেলায় অসহায় ও মধ্য বিত্ত মানুষের খোজ খবর নিয়ে পাশে দ্বারালে এই যুদ্বে জয় হবো ইনশাআল্লাহ,