মোঃ সামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধিঃ-
চলমান করোনা ভাইরাস প্রাদুর্ভাব চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে, সেনবাগ সরকারী হাসপাতাল কে ১০সেট,নোয়াখালী জেনারেল হাসপাতাল কে ৪০সেট পিপিই প্রদান করলেন সেনবাগ উপজেল সমিতি চট্টগ্রাম। সেনবাগ তথা নোয়াখালীর কোন রোগী যেন সেবা থেকে বঞ্চিত না হয়।সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম জানান নোয়াখালীতে সেনবাগ সমিতিই প্রথমবারের মতো বেসরকারী ভাবে পিপিই বিতরণ করছে।এর আগে সেনবাগ পৌর শহরে ৫টি পয়েন্টে ড্রাম স্হাপন করে হাত ধোঁয়ার ব্যবস্হা করেন,মানুষ কে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনতামূলক কার্যক্রমে উৎসাহিত করছেন। সমিতির সভাপতি একেএম শামসুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন জানান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আরো কর্মসূচি হাতে নেয়া হবে।