মোঃসামছু উদ্দিন লিটন,বিশেষ প্রতিনিধিঃ-
করোনা সংক্রামন রোধে ও সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ অমান্য করে, নিদিষ্ট সময়ের (সন্ধ্যা ৬টার)পরেও সাপ্তাহিক হাট পরিচালনা করার, অপরাধে, সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট বন্ধ করে দিয়েছে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা।