বি এম মনির হোসেন, স্টাফ রিপোর্টারঃ- আগৈলঝাড়ায় হিজড়া ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন
করোনা ভাইরাসের কারনে কাজ করতে না পারা কর্মহীন দুঃস্থদের মাঝে আগৈলঝাড়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল জেলা পুলিশের উদ্দেগে খাদ্য সামগ্রী বিতরণ করেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।
শনিবার সন্দা থেকে গভীর রাত প্রর্যন্ত বাড়ি বাড়ি ভ্যান গাড়িতে করে বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম(বিপিএম) বার এর অনুমতি ক্রমে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন দুঃস্থ ও হিজড়া সম্প্রদায়ের লোকজনের মাঝে জেলা পুলিশের তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বি এম মনির হোসেন সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব আগৈলঝাড়া, এসআই তৈয়বুর রহমান,এসআই শাহাবুদ্দিন, এসআই আব্বাস উদ্দিন,এসআই মোক্তার হোসেন, এসআই নাছির উদ্দিন,সাংবাদিক শাকিব খান পুলিশ সদস্য মোঃ ফরিদ উদ্দিনপ্রমুখ।