শেখ ফরিদ, স্টাফ রিপোটার
বগুড়া নন্দিগ্রাম থানার
এসআই(নিঃ) এটিএম রফিকুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ তারিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মিন্টুর রহমান ও এএসআই(নিঃ)/মোঃ আবুল কালাম আজাদ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৬/০৫/২০২২ তারিখ রাত্রী ১১.৩০ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাধীন ৪নং থালতা মাঝগ্রাম ইউপির অন্তর্গত বনগ্রাম সাহাপাড়া গ্রামস্থ মোঃ মিঠুন আলী(৩৫), পিতা-মৃত জাছের আলী শাহ এর উত্তর দুয়ারী ইটের একতলা বিশিষ্ট আসামী মোঃ মিঠুন আলীর শয়ন ঘর হইতে ৩০(ত্রিশ) পিচ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ মিঠুন আলী(৩৫), পিতা-মৃত জাছের আলী শাহ, সাং-বনগ্রাম সাহাপাড়া, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন। এসআই(নিঃ) মোঃ নুল আলম, এএসআই(নিঃ) কাজী শাহীন মিয়া, এএসআই(নিঃ) মোঃ হাসান আলী, এএসআই(নিঃ) মোঃ সদরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর মামলার পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ আব্দুল মান্নান(৫০), পিতা-মোঃ খোরশেদ আলী আকন্দ, সাং-নিমাইদিঘী, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।
আজ আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।