শেখ ফরিদ স্টাফ রিপোটার
বগুড়া নন্দিগ্রাম থানা এসআই(নিঃ) মোঃ নুর আলম সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মিন্টুর রহমান ও এএসআই(নিঃ) মোঃ আল আমিন গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৮/০৫/২০২২ তারিখ ১১.৪৫ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাধীন নন্দীগ্রাম পৌরসভার অর্ন্তগত ওমরপুর গ্রামস্থ জনৈক মোঃ সিরাজুল ইসলাম এর স-মিলের সামনে বগুড়া-টু-নাটোর মহাসড়কের পূর্ব পাশে হইতে ৩০(ত্রিশ) গ্রাম গাঁজা সহ আসামী ১। শ্রী পরিতোষ চন্দ্র মোহন্ত(২৯), পিতা- শ্রী বিজয় চন্দ্র মোহন্ত, সাং-গুন্দইল, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে আটটি মাদক মামলা রুজু আছে।
এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স কং/৮৬৩ মোঃ আব্দুস সালাম, কং/৪৬৪ মোঃ সিদ্দিকুর রহমান, ড্রাইঃ কং/৫৭৬ মোঃ আব্দুস শরীফ গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৮/০৫/২০২২ তারিখ ১২.৩০ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাথীন ৫নং ভাটগ্রাম ইউপির অর্ন্তগত ভাটগ্রাম পূর্বপাড়া গ্রামস্থ জামে মসজিদ সংলগ্ন পুকুর পাড়ে জাম গাছের নিচে হইতে ০১(এক) গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ সাইফুল ইসলাম @ ভোলা(৩৬), পিতা-মৃত খয়বর মাস্টার, সাং-কামুল্ল্যা পশ্চিমপাড়া, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রে ফতার করেন।
আজ আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।