সাংবাদিকের মোটরসাইকেল চুরি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন প্রত্রিকার আখাউড়া উপজেলা প্রতিনিধি মোঃ আল–আমিন এর bajaj platina –১০০ সি,সি মোটরসাইকেলটি মোগড়া ইউনিয়নের গংগাসাগর গাংভাংগা গ্রাম হইতে গত (২৫ এপ্রিল ২০২২) তারিখে রাতে কোন এক সময় চুরি হয়েছে। এ ব্যাপারে মোটরসাইকেল মালিক সাংবাদিক মোঃ আলা-আমিন বলেন যে আমি গত রাতে আমার আত্বীয় বাড়ীতে দাওয়াতে বেড়াতে আসি রাতের বেলা মোটরসাইকেলটি বাড়ির উঠানে রাখার পর কে বা কাহারা আমার মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়, এ ব্যাপারে আমি আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করি।
আখাউড়া পুলিশ প্রশাসন ও সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মোটরসাইকেলটি উদ্ধারের জন্য সুদৃষ্টি কামনা করছেন তিনি।
এ বেপারে আখাউড়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান যে অভিযোগ পেয়েছি মোটরসাইকেলটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।