নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলা গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের কারাবন্দী নেতাকর্মীদের এক (১) বছর পূর্তি উপলক্ষ্যে, গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের সৌজন্যে কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কারা নির্যাতিতদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পাঠান, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের আহ্বায়ক মমিন আকন্দ, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও গাজীপুর জেলা ও মহানগর ছাত্র, যুব এবং শ্রমিক অধিকার পরিষদের সংগঠক মোঃ শিপন হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার খান। অনুষ্ঠানটি ১/৪/২০২২ ইং রোজ শুক্রবার সকাল ১০.৩০টায় গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মারুফ রানা’র সভাপতিত্বে গাজীপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আজিবর রহমান,কার্যকরী সদস্য মাহফুজুর রহমান গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মুহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সাংগঠনিক সম্পাদক জামিল আহাম্মেদ সহ জেলা, মহানগর ছাত্র যুব এবং শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।