মোঃ আলমগীর হোসেন রানা মফস্বল সম্পাদক দর্পণ টিভি –
বৈশ্বিক মহামারী ও এলাকার সার্বিক বিষয় নিয়ে আজিজনগরে বসবাসরত কলম সৈনিকদের সাথে মত বিনিময় করেছেন আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোঃ জসিম উদ্দীন কোম্পানি।
০৯ জুলাই/২১ইং বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্য্যলয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় মোঃজসিম উদ্দিন কোম্পানী বলেন দেশের চলমান বৈশ্বিক মহামারী করোনার পাদুর্ভাবে জনসচেতনতায় কলম সৈনিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন সাংবাদিক হচ্ছে জাতীর বিবেক,জাতির দর্পন যাদের বাস্তবসম্মত লিখনীতে সমাজের বাস্তবচিত্র ও নানাবিধ অসঙ্গতির চিত্র ফুটে উঠে।
তিনি কর্কট কন্ঠে মাদকের স্বর্গরাজ্যখ্যাত আজিজনগরে মাদকের কারণে যে কলংকলেপন হয়েছে সে কলংক মুছনে সাংবাদিকদের জোরালে ভূমিকা রাখার আহ্বান জানান।
মাদক পাচারের সাথে জড়িতদের নাম উল্লেখ করে এদের সিন্ডিকেট ধ্বংস করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক নেতৃবৃন্দ ও যদি কেহ এ ঘৃণ্যতম পেশায় জড়িত থাকে তাদের মুখোশ উম্মোচনের ও আহবান জানান।
আজিজনগর ইউনিয়নে বর্তমান সরকারের আমলে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পির একান্ত প্রচেষ্টায় সাধিত উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, আজ থেকে ৫বছর পূর্বের আজিজনগর আর আজকের আজিজনগরের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাট,ব্রীজ কালভার্ট,ধর্মীয় প্রতিষ্টানেরর অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।এখনো অনেক উন্নয়নমুলক কাজ চলমান রয়েছে।
প্রতিহিংসার বশঃবর্তী হয়ে তথ্যউপাত্ত বিহীন মূল্যহীন সংবাদ পরিবেশন করে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা কাহারো কাম্য নয়, অহেতুক অপাঠ্য সংবাদ পরিহার করে বাস্তব সম্মত লিখনীর মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।
তিনি চলমান লকডাউনে সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার এবং মাস্ক পরিধানের পরামর্শ দেন, পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের উপহার হাতে(প্রণোদনা) তুলে দেন।