রিদুয়ানুল হক,স্টাফ রিপোর্টারঃ-
অদ্য ৫ই জুলাই চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সাতকানিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফাতেমা-তুজ-জোহরাকে। গত ৪ই জুলাই সাতকানিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত নজরুল ইসলামকে সাতকানিয়ার এক চিকিৎসককে হেনস্তা করার অভিযোগে তাকে ওএসডি করা হয়। কিন্তু সাময়িক ভাবে অত্র পদে সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম কে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব দেওয়ার তার ২৪ ঘন্টার মধ্যে উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তিনি এ-র আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।