বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সপ্তাহব্যাপী সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার তারি ধারাবাহিকতায় আজ ১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে গৌরনদী উপজেলা প্রশাসন ও থনা প্রশাসন এর আয়োজনে গৌরনদী বাস্টার্ড চত্বরে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলার গৌরনদীতে ৭ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয় পাশাপাশি উপজেলা ব্যাপী মেবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ ফরহাদ সরদার,উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, প্রতিদিন শিক্ষা পত্রিকার প্রকাশক, জবস টিভির স্টাফ রিপোর্টার ও আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, জবস টিভির গৌরনদী প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, এস আই মোঃ শাহাবুদ্দিন, এস আই মোঃ নাসির উদ্দীন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ শিপন হোসেন সহ অনেকে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লক ডাউন বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য পরিদর্শন করেন। পরে উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।