বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী কালীমন্দিরের সামনে যাত্রীবাহী বিআরটিসি বাস ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে বাস ও কাভার্ডভ্যানের সম্মুখভাগ দুমড়ে মুচরে যায়। ফলে ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় মহাসড়কে দু’পাশে কয়েক কিলোমিটার সড়কে অসংখ্য ছোট-বড় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন এবং রোগীবাহী এম্বুলেন্স আটকা পড়ে। বিকেল তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে বরিশাল গামী বিআরটিসি বাস সকাল ৮টার দিকে বার্থী কালী মন্দিরের সামনে পৌঁছলে বিপরীত দিকে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ড্রাইভারসহ ২০ জন যাত্রী আহত হয়।
এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল তিনটার দিকে ক্যারেনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান অপসারন করলে ৭ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।