মোঃসামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন কর্তৃক মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও গৃহ প্রদান প্রসঙ্গে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে ব্রিফিং করছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার। গৃহ প্রদানের অগ্রাধিকার তালিকা ক থেকে আগামী ২০ জুন সেনবাগে ২০ জন ভূমিহীনকে ভূমি সহ নবনির্মিত গৃহ বুঝিয়ে দেয়ার ঘোষণা দেন এবং সরকারের বিভিন্ন গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা, এলজিইডি’র ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন , উপজেলা প্রকল্প কর্মকর্তা অখিল অধিকারী, ১ নং ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান, ৩ নং ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।