এমডি ইলিয়াস সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে গরু চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানার পুলিশ,এসময় তাদের নিকট থেকে গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হলো, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে ও বাঞ্চানগর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মেহেদী হোসেন প্রিন্স (২৩) ও সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়কান্দি গ্রামের মোখলেসের ছেলে দাউদ নবী শিপন (১৯)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, প্রতিবছরের ন্যায় এবারও আসন্ন কোরবানি ঈদ কে কেন্দ্র করে একটি গরু চুরি চক্রের সদস্য তৎপর হয়ে উঠেছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সোমবার গভীর রাতে কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের পাশ থেকে গরু চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপসহ জব্দ করা হয়।
তিনি আরো জানান,গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী গরু চুরি চক্রের আরো সদস্যদের গ্রেপ্তারে বর্তমানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।এ ব্যাপারে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।