মহসিন মুন্সী, ব্যুরো চীফ।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে এতদিন শীর্ষে ছিলেন মাশরাফি। চলতি বছরের জানুয়ারির পর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই তারকা পেসারকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান।
ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ ২১৮ ম্যাচে অংশ নিয়ে ২৬৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন মাশরাফি। তার চেয়ে সাত ম্যাচ কম খেলে সমান ২৬৯ উইকেট নিয়ে শীর্ষে উঠে গেলেন সাকিব। ২০৭ উইকেট শিকার করে তৃতীয় পজিশনে আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ৩৪৩ ম্যাচে অংশ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৯ উইকেট শিকার করেন সাকিব।