স্টাফ রিপোর্টার সিলেট থেকে:
সারি-গোয়াইনঘাট সড়কের সাতাইন নামক স্থানে নিয়ন্ত্ৰণ হারিয়ে ইফতারের পর শাহরিয়ার আহমদ শিমুল ও সবুজ নামের দুজন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়,পরে চিকিৎসাধীন অবস্থায় শিমলু নামে (১৮)বছর বয়সী এক তরুন ইন্তেকাল করেছেন।এবং অপরজন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।এদিকে তাহার মৃত্যুতে সারা গোয়াইনঘাটে শোকের ছায়া নেমে এসেছে, শতশত তরুন তাদের মৃত্যুর খবরে মূর্ছ যাচ্ছেন।