এমডি ইলিয়াস সেনবাগ প্রতিনিধি
মহামারি করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলা ৩ নং ডমুরুয়া ইউনিয়ন মতইন একতা সংঘ ক্লাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সংঘটিত হয়। গ্রামের কিছু সুবিধা বঞ্চিত অসহায়- মেহনতী মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইব্রাহিম বাচ্চু,
সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, কোষাধক্ষ্য আবুল খায়ের মাস্টার, সহ-সাধারণ সম্পাদক শাহীন, প্রচার সম্পাদক মোঃ আহাদ ও মোঃ মোবারক হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অত্র সংগঠনের পক্ষ থেকে সভাপতি ইব্রাহিম বাচ্চু ও সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস বলেন, দেশ বিদেশে অবস্থানরত এই মহতী
কাজকে আঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন যারা সকলকে আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক। পাশাপাশি এই দান অনুদান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান অত্র সংগঠনটি।