নিজস্ব প্রতিবেদক,বান্দরবান থেকে:
অাজ সকাল ১১ ঘটিকায় ২৮ অানসার ব্যাটালিয়ন সুয়ালকে এ ত্রাণ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো: সাহাদাত হোসেন, অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলা।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার মো: অাবুল কালাম,২৮ অানসার ব্যাটালিয়ন,সুয়ালক।
সদর উপজেলা অানসার ও ভিডিপি কর্মকর্তা মো: অাব্দুর রহিম এবং রোয়াংছড়ি অানসার ভিডিপি কর্মকর্তা মো: তানজির অাজাদ প্রমুখ।
জেলা কমান্ড্যান্ট তার বক্তব্যে বলেন,
সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ও সংক্রমণজনিত কারণে উদ্ভূত সংকট মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ও এসপি, এনডিসি, পিএসসি মহোদয় দেশের এই ক্রান্তিলগ্নে মানবতার ডাকে সাড়া দিয়ে সার্বিক সংকট উত্তরণে এই বাহিনীর প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সদয় নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি পরিবারের মধ্যে দেশব্যপী প্রতিটি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
বান্দরবান পার্বত্য জেলার ০৭টি উপজেলায় ৫০টি হারে মোট ৩৫০টি অস্বচ্ছল ভিডিপি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ বিতরণ করা হয়।
জনাব মো: শাহাবুদ্দিন, উপ মহাপরিচালক, আনসার ও ভিডিপি, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম মহোদয়ের সর্বাত্নক সহযোগিতায় ও জনাব মো: সাহাদাত হোসেন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় সর্বদা মানবকল্যাণে নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক ও দক্ষ সংগঠক। মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে দেশের এহেন ক্রান্তিলগ্নে ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনহিতকর কাজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধন করাই আমাদের একমাত্র ব্রত।