এমডি ইলিয়াস:
বর্তমান পৃথিবী মহামারী করোনাভাইরাস এর থাবায় থমকে দাড়িয়েছে, মানুষ আজ অসহায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, প্রতিটি মুহূর্তেই লড়তে হচ্ছে মানুষকে।। কে কাকে দেবে আশা, কে কাকে দেবে ভরসা। এরপরেও আমাদের সমাজ সংসারে বেঁচে আছে এমন কিছু মহৎ মানুষ, যাদের কর্মকাণ্ড শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সমস্ত মানবিক মানুষগুলো ইতিহাসের পাতায় তাদের নাম লিখে নিচ্ছে, যা আগামী প্রজন্মের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষ বেঁচে থাকবে তার কর্মে তারই জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছেন আমাদের সেনবাগ থানা পুলিশ প্রশাসনের এএসআই কাওছার আহমেদ তিনি তার কর্ম ব্যস্ততার মাঝেও খুঁজে বেড়ান অসহায় হতদরিদ্র মানুষ গুলোকে সাধ্যের ভিতরে সহযোগিতা করে থাকেন সবসময়। তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধী আবু বক্কর সিদ্দিক কে মানবিক সহযোগিতা করলেন। প্রতিবন্ধী আবু বক্কর সিদ্দিক ইয়াকুব আলীর ছেলে সেনবাগের বিন্নাগুনি গ্রামের সরদার বাড়িতে খোঁজ খবর নিয়ে উপস্থিত হয়ে সেনবাগ থানা পুলিশ প্রশাসনের এএসআই কাওছার আহমেদ এই মানবিক সহযোগিতা করে আসেন।