চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় প্রেমে ব্যার্থ হওয়ায় আকাশ ঘোষ (১৮) নামে একজন আত্মহত্যা। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর এলাকার বিকাশ ঘোষের ছেলে। রবিবর (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টায় তার নিজস্ব বাড়িতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়; রোববার (২১ মার্চ) দিবাগত রাতে প্রেমের জেরে নিজ বাড়ির দোতালায় ঘরের ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান; মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইউডিডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।