বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন। গতকাল বুধবার সকালে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পূস্পমাল্য অর্পন শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জম্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে উপজেলা প্রশাসন কেক কাটেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম’র সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেনিয়াবাত,থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার,
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদারসহ প্রমুখ।