মহসিন মুন্সী, ব্যুরো চীফ, ফরিদপুর।
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন – ২০২১ সম্পন্ন হয়েছে গত ১১ মার্চ তারিখে। উক্ত দিনে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হয়। ফলাফলে দেখা যায় ১৫ টি পদের মধ্যে জাতীয়তাবাদী সমর্থক আইনজীবীরা দুই তৃতীয়াংশের বেশী পদে জয়ী হয়েছেন। ফলাফল হয়েছে নিম্ন রূপ
কার্যনির্বাহী সদস্য :
১। শরিফা ঠাকুর
২। মোঃ খসরুল আলম (খসরু)
৩। নুরুল ইসলাম (নান্নু)
৪। অসিত কুমার মজুমদার
৫। এ.কে.এম. আনোয়ার হোসেন মিল্টন /এ.এইচ.এম. ইসহাক (দুইজন সমানসংখ্যক ১৪১ করে ভোট পাওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত হবে।)