মোঃসামছু উদ্দিন লিটন, বিশেষ প্রতিনিধি নোয়াখালী:
আজ ৬ই ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল দশটার সময়, সেনবাগ পাবলিক হলে তৃণমূল টিভি ও তৃণমূল বার্তার আয়োজনে, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপুর সভাপতিত্বে, তৃণমূল টিভি ও তৃণমূল বার্তার চেয়ারম্যান আবদুর রহমানের সঞ্চালনায় আসন্ন সেনবাগ পৌরসভার নির্বাচন ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক “সেনবাগে এই প্রথম নাগরিক সংলাপ ” অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার সুযোগ্য ভাইস চেয়ারম্যান মোঃগোলাম কবির। মেয়র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ১.মোঃসাইফুল ইসলাম বাবু ২.আ,স,ম জাকারিয়া আল মামুন ৩.নুরনবী বাচ্চু ৪.মজিবুল হক বাবুল ৫.মঞ্জুর মোরশেদ আলম। উক্ত সংলাপে বক্তব্য রাখেন পৌরনাগরিকদের পক্ষে ফ্রান্স প্রবাসী আবুল কালাম আজাদ, মির্জা গোলাম মোস্তফা, মাস্টার ওজি উল্ল্যা,সাবেক প্রভাসক নুরুল ইসলাম, বাহার উদ্দিন, মোঃশহিদ উল্ল্যা, মোঃসাহাব উদ্দিন, মামুন, সাংবাদিক ফকরদ্দিন মোবারক শাহা রিপন, সাংবাদিক জাহাঙ্গীর আলম সায়েস্তা নগরী সহ আরো অনেকে। বক্তারা সকলে আগামীর সেনবাগ পৌরসভার মেয়র হিসেবে এমন একজন যোগ্য ব্যক্তি ছান, যার বলিস্ট নেতৃত্বে সেনবাগ পৌরসভার মাদক থেকে শুরু করে সকল অপশক্তি নিপাত যাবে।