মহসিন মুন্সী, ফরিদপুর।
ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুম রেজা র নেতৃত্বে অদ্য ২৫/০১/২০২১ তারিখে এক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ফরিদপুর এর বাইপাস সড়কে অবস্থিত মেসার্স বিসমিল্লাহ ওয়েল সাপ্লাই নামক জ্বালানী তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত সুইট রেস্তোরা এন্ড চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর এবং বিএসটিই কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ মোতাবেক পরিমাপে তেল কম দেয়া, নিবন্ধন সনদ এবং ভেরিফিকেশন সনদ ব্যতিত ডিসপেন্সিং মেশিন ব্যবহার করায় মেসার্স বিসমিল্লাহ ওয়েল সাপ্লাই কে ৫৮,০০০/- (আটান্ন হাজার) টাকা এবং পণ্যের পরিচয় ও নিট পরিমাপ মোড়কের মূল প্রদর্শনী প্যানেলে মুদ্রিত না থাকা ও অধিক মূল্যে খাবার বিক্রয় করার অপরাধে সুইট রেস্তোরা এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর, পরিদর্শক, বিএসটিআই, ফরিদপুর এবং ফরিদপুর আইনের জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।