মহসিন মুন্সী, ফরিদপুর।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ১৪৮০ টি পরিবারকে ফরিদপুরে জমি ও গৃহ ও প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ফরিদপুর জনাব অতুল সরকার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ফরিদপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর, চেয়ারম্যান উপজেলা পরিষদ, ফরিদপুর সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গৃহহীন ও ভূমিহীন ঘর প্রাপ্যতার উপকারভোগীবৃন্দ।