মহসিন মুন্সী, বিশেষ প্রতিনিধি।
দ্বিতীয় ম্যাচের শুরুতে আজ টসে জিতে নিজেরা ব্যাটিং নেয় ওয়েষ্ট ইন্ডিজ। রভম্যান পাওয়েল ৬৬ বল খেলে এক ছয় ও দুই চারের মাধ্যমে ৪১ রান করেন, যা ছিল দলিয় সর্বোচ্চ সংগ্রহ। ডেব্যুট্যান্ট ওটলি দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ৪৪ বল খেলে। বাংলাদেশী বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ৯•৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এছাড়া মোস্তাফিজ ও সাকিব আল হাসান ২ টি করে এবং হাসান মাহমুদ ১টি উইকেট দখল করেন।
জবাবে নেমে বাংলাদেশ ১০০ বল হাতে রেখে জয় তুলে নেয়। তামিম ইকবালের অনবদ্য ৫০, সাকিব আল হাসান এর ৪৩ রানে ভর করে টাইগার বাহিনী ১৪৯ রান সংগ্রহ করতে খেলে ৩৩•২ ওভার।
দৃষ্টিনন্দন বোলিংয়ের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ জয়ের মাধ্যমে টাইগার বাহিনী সিরিজ ( ২-০) নিজেদের করে নিল