মহসিন মুন্সী, বিশেষ প্রতিনিধি।
আজ করোনা পরবর্তি প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ অধিনায়ক টসে জয়ী হয়ে প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান। মোস্তাফিজ, মিরাজ, হাসান মাহমুদ ও সাকিব আল হাসানের বহুমুখী আক্রমণে দিশেহারা উইন্ডিজের ইনিংস শেষ হয় ৩২•২ ওভারে ১২২ রানে। সর্বোচ্চ সংগ্রাহক কাইল মায়ারস এর সংগ্রহ ৪০রান। রোভম্যান পাওয়েল করেন ২৮ রান এবং জ্যাসন মোহামেদ করেন ১৭ রান। বাংলাদেশী বোলারদের মধ্যে সাকিব আল হাসান ৭•২ ওভার বল করে ২ মেডেন সহ ৮ রান দিয়ে ৪ টি উইকেট দখল করেন। ডেব্যুট্যান্ট হাসান মাহমুদ ৬ ওভার বল করে ১ টি মেডেন সহ ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। মোস্তাফিজ ২ এবং মেহেদী মিরাজ ১ টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশ ১২৩ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে লিটন ও তামিম শুভ সুচনা করেন। প্রথম জুটিতে তারা ১৩•২ ওভারে ৪৭ রান করেন। তামিম ৪৪, সাকিব ১৯, মুশফিকের ১৯ রানে দলকে জয়ের বন্দরে ভেড়াতে আরও এক সারথী মাহমুদউল্লাহ। ৩৪ তম ওভারের ৫ম বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন মুশফিক।
আবশ্যিক ভাবেই ম্যান অব দ্যা ম্যাচ সাকিব আল হাসান। ৭•২ ওভার বল করে মাত্র ৮ রানে ৪ উইকেট সাথে ১৯ রান, এক অনবদ্য পারফরম্যান্স।
পুরুষদের একদিনের আন্তর্জাতিক ম্যাচের সুপারলীগে বাংলাদেশ পুরো দশ পয়েন্টই পেল।