অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আজ সকাল ১১ টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ নীতপুর বিওপির সামনে নীতপুর সীমান্ত এলাকার ১২২ জন শীতার্থ, দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী, সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি এবং বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি । উক্ত এলাকার স্থানীয় বৃদ্ধ ও দরিদ্র জনসাধারণ বিজিবি’র নিকট হতে কম্বলগুলো গ্রহন করেন এবং তারা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অধিক সতর্কতার সাথে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।