তুমি যাবে ভাই আমাদের গ্রাম খানি দেখতে
পদ্মার পাড়ে হাসাইল গ্রামে
দেখলে তোমার প্রানটি জুড়াইয়া যাবে
সেখানে বসবাস করে
কামার কুমার জেলে
তাঁতী কাপড় বোনে
তোমাকে একটা তখন দিব
আরেকটি পিরান দিব
সকালবেলা খেজুরের রস খাওয়াবো
ভাপা পুলি পাটিসাপটা পিঠা
খেজুর রসের সিন্নি খাওয়াবো
পদ্মা থেকে তাজা ইলিশ এনে
দোপিঁয়াজি খাওয়াবো
খালে আর বিলে দুই জনে মাছ ধরবো
দুজনে মিলে বিলে গিয়ে
মটর সিমি তুলব
তা পুড়িয়ে পুড়িয়ে খাব
চারদিকে লতায় পাতায়
ঘিরে রেখেছে গ্রামখানি
দেখলে তোমার মনটা ভরে যাবে
তুমি যাবে আমাদের গ্রামের ভাই।