শফিকুর রহমান,নিজস্ব সংবাদদাতা:-
বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে বাংলাদেশ ছাত্রলীগ বড়হাতিয়া ইউনিয়ন শাখা এর উদ্যোগে এক বিশাল মিছিল এবং কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আরফাত ইসলাম, জিসান বড়ুয়া, মো:সায়েম, মিজানুর রহমান ও মো:মিরাজ সহ লোহাগাড়া,আধুনগর ও বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর নেতা কর্মীরা ।
অনুষ্টানটি পরিচালনা করেছেন লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এবং আধুনগর উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ এর সাবেক সভাপতি রিদুয়ানুল ইসলাম।